পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৯২০ বার পড়া হয়েছে
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কেউ গণমাধ্যমে কথা বলেনি। তবে বাংলাদেশ থেকে পোশাক খাতে পণ্য কেনায় মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিলে দেশটির ব্যবসায়ীরা আমলে নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্য সংক্রান্ত কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়ার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৈঠক শেষে কেউ গণমাধ্যমে কথা বলেনি। পরে বৈঠক প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস
এদিকে নিজ মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বিশ্বজুড়ে শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্র নীতিকে সাধুবাদ জানায় বাংলাদেশ। তবে মার্কিন বাণিজ্য নীতিতে সরকার ভীত নয় বলে জানান তিনি।শ্রম নীতি নিয়ে মর্কিন সরকারের চিঠি প্রসঙ্গে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, অনেক দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্র বাণিজ্য করে, যেখানে গণতন্ত্রের চর্চা নেই। বিশ্ব বাণিজ্য সংস্থার আইন অনুসারে বিনা কারণে মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার কোন সুযোগ নেই বলেও জানান তপন কান্তি ঘোষ।