পরশুরামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ক্ষমতাসীন দল
- আপডেট সময় : ০২:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ফেনীতে পৌর নির্বাচনে খালেদা জিয়ার আসনে খুঁজে পাওয়া যায়নি বিএনপি’র প্রার্থী। ফলে খালি মাঠে গোল দিচ্ছে আওয়ামী লীগ। ইতিমধ্যে পরশুরামে বিনাপ্রতিদন্দ্বিতায় জয়ী হতে চলেছেন ক্ষমতাসীন দলের সব প্রার্থী। সদর পৌরসভায় ২৫ টির মধ্যে ১৫ কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে। নির্বাচন হবে মেয়রসহ মাত্র ১০টি কাউন্সিলর পদে।
তৃতীয় দফায় আগামী ৩০ জানুয়ারি ফেনী পৌরসভা নির্বাচন হবে। তবে পুরনো দু’ডজনের বেশি মামলায় আদালতে হাজিরা দেয়াসহ বাধার মুখে নির্বাচনী কার্যক্রমে পুরোপুরিভাবে অংশ নিতে পারছেন না বলে জানান, বিএনপি’র মেয়র প্রার্থী।বিএনপি’র অভিযোগ অস্বীকার করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
পরশুরাম পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরে অন্য কেউ না থাকায়, সবক’টি পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হওয়ার পথে। এনিয়ে টানা দ্বিতীয় মেয়াদেও ভোটবিহীন জয়ী তারা। তাদের মতে, উন্নয়নের জোয়ার দেখে নির্বাচনে আসেনি বিএনপি।বিএনপি’র অভিযোগ, পরিবেশ না থাকায় নির্বাচনে যেতে পারেনি তারা। তবে, মনোনয়নপত্র জমা দিতে বাধার কোনো অভিযোগ পায়নি বলে জানায় ইসি।
বিএনপি’র সাধারণ কর্মী-সমর্থকদের দাবি, সুসম্পর্ক ধরে রাখতে নির্বাচনে নিরব দলের নেতারা। জেলার বাকি দুটি পৌর নির্বাচনেও একই চিত্র দেখা যাবে বলে ধারনা করছে তারা।