পরাজয় মেনে নিয়ে পরক্ষণেই অস্বীকার করলেন ট্রাম্প
- আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় স্বীকার করে, পরক্ষণেই সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় পরাজয় মেনে নেয়ার পরক্ষণেই আরেক টুইটে পুরো বিষয়টি অস্বীকার করেন তিনি। এদিকে ট্রাম্পকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিএনবিসি নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্পের উচিত নিজের একগুঁয়েমি, স্বার্থ ও হতাশার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে বড় করে দেখা।
প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় রোববার সকালে বাইডেনের নাম উল্লেখ না করে এক টুইটে লেখেন– ভোট জালিয়াতির কারণে নির্বাচনে জিতেছেন তিনি । ট্রাম্পের পর রয়টার্স, এনবিসি, সিএনএনসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি সংবাদমাধ্যম এই টুইটে ‘পরাজয় স্বীকারের’ বার্তা রয়েছে বলে খবর প্রকাশ করে। কিন্তু এর ঘণ্টাখানেকের মধ্যেই আরেক টুইটে পুরো বিষয়টি অস্বীকার করেন ট্রাম্প । এতে তিনি লেখেন– বাইডেন শুধু ভুয়া সংবাদমাধ্যমের চোখে জিতেছেন। আমি কিছুই স্বীকার করিনি। আমাদের এখনও অনেক পথ পাড়ি দেয়া বাকি আছে। এটি ছিল পাতানো নির্বাচন।’
ট্রাম্পের এ টুইটগুলো নিয়ে পরে এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বাইডেন প্রশাসনের চিফ অব স্টাফ রন ক্লাইন বলেন, ট্রাম্প এর উচিত বাস্তবতাকে মেনে নেয়া। তিনি আরও বলেন ট্রাম্পের এ টুইটে জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়া না হওয়ায় কোনো প্রভাব ফেলবে না। কারণ আমেরিকানরা তাকে ইতিমধ্যে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অঙ্গরাজ্যগুলোর ফল সরকারিভাবে ঘোষিত হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা এখনও চলছে। এই রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে। ট্রাম্প ‘ভোট চুরির’ অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে মামলা করেছেন। কিন্তু এখন পর্যন্ত বেশিরভাগ রাজ্যে ‘ভোট চুরির’ অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে।
ট্রাম্পকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সিএনবিসি নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ট্রাম্পকে উদ্দেশ্য করে ওবামা বলেন, ট্রাম্প উচিত নিজের একগুঁয়েমি, স্বার্থ ও হতাশার ঊর্ধ্বে দেশের স্বার্থকে বড় করে দেখা ।