পরিবহন সংকটে দুর্ভোগে পড়েছে রাজধানীর বাসিন্দারা
- আপডেট সময় : ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পরিবহন সংকটে দুর্ভোগে পড়েছে রাজধানীর বাসিন্দারা। ঢাকার গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার এবং আন্ত: জেলার বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এদিকে, ফিটনেস আর লাইসেন্স থাকলেও নতুন আইন কার্যকর হওয়ার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছে পরিবহন সংশ্লিষ্টরা। তাই আইনটি সংশোধন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া শ্রমিকদের তোপের মুখে পড়ে এই ট্রাক চালক।
রাজধানী ঢাকা থেকে ট্রাক কাভার্ড ভ্যানের পাশাপাশি দূর পাল্লার পরিবহনও খুব একটা ছেড়ে যায়নি। তাই রাস্তাঘাটে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
ট্রাক কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের দাবি বাস্তবায়নে মাঠে সরব চালক ও হেলপাররা। বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদার নতুন আইনের সমস্যা ব্যাখ্যা করে শিগগির সংশোধনের দাবি জানান। নতুন আইন হওয়ার পর সতর্ক চালকরাও । তবে এখনো অনেকেই পুরোপুরি আইন মানছে না। আইনের পক্ষে বিপক্ষে নানা বিতর্ক থাকলেও সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি সবার।