পরিবারের সাথে ঈদ উপভোগ করতে গ্রামে ছুটছেন ঢাকার মানুষ
- আপডেট সময় : ০৭:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পরিবারের সাথে ঈদ উপভোগ করতে গ্রামে ছুটছেন রাজধানী ঢাকার মানুষ। বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনে বাস-লঞ্চে ছিলো গ্রামমুখী মানুষের ঢল। দূরপাল্লার বাসে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৬০ ভাগ ভাড়া বেশি নেয়া হলেও লঞ্চে আগের ভাড়ায় এখনো টিকিট পাচ্ছেন যাত্রীরা। মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ব মানতে দেখা যায়নি যাত্রীদের অনেককে।
আগামী ২১ জুলাই পবিত্র ইদুল আযহা। স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে বাড়ি ফিরছে মানুষ। শুক্রবার ছুটি থাকায় নগরীর মধ্যে তেমন যানজট না থাকায় ঝক্কি ঝামেলা ছাড়াই বাস এবং লঞ্চ টার্মানাল পৌঁছান যাত্রীরা।
সরকারি নিয়মানুয়ায়ী একজন যাত্রীর জন্য দুইটি আসন কিনতে হলেও-অভিযোগ নেই যাত্রীদের। নাড়ির টানে বাড়ি ফেরা শুরু করলেও গত দুই দিনের তুলনায় শুক্রবার যাত্রীদের চাপ কম বলে জানান পরিবহনের কাউন্টার ম্যানেজার। নিয়ম মেনে যাত্রী বহন করার পাশপাশি বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করেন তারা। ঈদের দুইদিন আগে যাত্রীদের চাপ বেশি হওয়ার আশংকা করে সেইভাবে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান পরিবহণ মালিকরা।