পরিবেশ দূষণকারী গাড়ি মুক্ত করতে যার যার অবস্থান থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সড়ক থেকে জরাজীর্ণ ও পরিবেশ দূষণকারী গাড়ি মুক্ত করতে যার যার অবস্থান থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। এমন পর্যবেক্ষন দিয়েছে হাইকোর্ট।
গাড়ির ফিটনেস নবায়নে মালিকদের অনাগ্রহের প্রতিক্রিয়ায় উচ্চ আদালত এই পর্যবেক্ষণ দেয়। এর আগে এ বিষয়ে জারি করা রুলের শুনানিতে বিআরটিএ এর আইনজীবী আদালতকে জানান, বর্তমানে রাস্তায় প্রায় তিন লাখ ফিটনেসবিহীন গাড়ি চলছে। মালিকদের ইতিবাচক সাড়ার অভাবেই সব গাড়ির ফিটনেস নবায়ন হচ্ছে না। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চে এ শুনানি হয়। এর আগে, বিআরটিএ প্রতিবেদনে জানায়, সারাদেশে পাঁচ লাখ ফিটনেসবিহীন যানবাহন রয়েছে। এরমধ্যে ফিটনেস নবায়ন করেছে মাত্র দু’লাখ। রোববার পরবর্তী আদেশ দেয়া হবে বলে জানায়, উচ্চ আদালত।