পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল খুলবে না : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, স্কুল খুলবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, দুই ধরনের পরিকল্পনা মাথায় নিয়ে এগুচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে নভেম্বরেও স্কুল খোলা না গেলে সেক্ষেত্রেই কেবল অটোপাশের চিন্তা করবে সরকার বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
করোনাভাইরাসের কারণে গত ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আপাতত ৩ অক্টোবর পর্যন্ত ছুটি। তবে করোনা সংক্রমণ অব্যাহত থাকায় এরপরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পরীক্ষা নিয়ে সংশয় রয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণশিক্ষা সচিব জানান, দুটি পরিকল্পনা মাথায় রয়েছে তাদের।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলার ব্যাপারে ঝুকি নেয়া যাবে না।
তবে নভেম্বরেও স্কুল খোলা না গেলে অটো পাশের বিষয়টি এখনই ঘোষণা দিতে চান না প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।