পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত’র প্রতিবাদেশিক্ষার্থীদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত’র প্রতিবাদে বিক্ষোভের সময় ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সিলেট ও নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষোর্থীরা।
সকালে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ করতে এলে পুলিশ তাদের আটক করে। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ।
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান মাস্টার্স সহ সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাস দ্রুত খুলে দেয়ার দাবীতে সিলেটে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ বিক্ষোভ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্থগিতকৃত সকল পরীক্ষা দ্রুত সময়ে গ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার দাবিতে দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পুনরায় বিক্ষোভ মিছিল বের করলে ধাওয়া করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।