পরীক্ষামূলক যাত্রা শুরু ঢাকা নগর পরিবহনের
- আপডেট সময় : ১০:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে অবশেষে পরীক্ষামূলকভাবে বাসরুট রেশনালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে সচিবালয় থেকে অনলাইনে উদ্বোধন কর্মসূচিতে অংশ নেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নগর পরিবহনের আওতায় পরীক্ষামূলকভাবে কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে ৫০টি বাস। এ সময় মন্ত্রী আরও জানান, আগামী বছর সঠিক সময়েই পদ্মা সেতু, মেট্রোরেল, বাস রেপিড ট্রানজিটসহ বেশকিছু মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে।
রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে “ঘাটারচর-কাঁচপুর ব্রীজ” বাস রুট রেশনালাইজেশন ও পরীক্ষামূলকভাবে “ঢাকা নগর পরিবহণ” চালু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সচিবালয়ের নিজ দপ্তরের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছর উদ্বোধন করা হবে দেশের চলমান বেশকিছু মেগা প্রকল্প।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সিটির দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। নিয়ম মেনে গাড়ি না চালালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা।
প্রাথমিকভাবে ৫০টি বাস চলবে এই রুটে। পরে, ১০০টিতে উন্নীত করা হবে। ২০২৩ এর মধ্যে পুরো ঢাকা শহরেই এই সেবা চালুর পরিকল্পনার আছে বলে জানান তারা।