পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয় বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয় বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহবান জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি এ আহবান জানান তিনি। আগামী ৭ নভেম্বর রবিবার বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তব ভিত্তিক মূল্য সমন্বয় করা হবে। জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সরকার। বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোলভাড়া বৃদ্ধি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোলহার বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর এই সেতুর টোল বাড়ানো হয়েছে।