পর্তুগালে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পর্তুগালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি। ২৩০টি আসনের মধ্যে এন্তোনীয় কোস্তার দল পেয়েছে ১১৭টি আসন। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্রেট পার্টি।
সোশ্যালিস্ট পার্টির জয়ের খবরে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বিপ্লবী সঙ্গীত পরিবেশনের পাশাপাশি পতাকা হাতে দেখা যায় অনেক পর্তুগীজকে। ফলাফল ঘোষনার আগে নতুন প্রধানমন্ত্রী এন্তোনীয় কোস্তা নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ২০১৫ সালে ক্ষমতায় এসেছিলেন। এবারের নির্বাচনে তৃতীয় অবস্থানে কট্টরপন্থী শেগা। দলটির প্রাপ্ত ভোট শতকরা ৭ দশমিক ২ শতাংশ। চতুর্থ অবস্থানে আইএল। পঞ্চমে সিডিও, দলটি ৫টি সংসদীয় আসন পেয়েছে।