অবরোধে পর্যটক শূন্য হয়ে পড়েছে সুন্দরবন
- আপডেট সময় : ০২:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ২০০১ বার পড়া হয়েছে
টানা হরতাল-অবরোধের প্রভাব পড়েছে সুন্দরবনের পর্যটন খাতে।মৌসুমের শুরুতেই রাজনৈতিক অস্থিরতা আর মন্দাভাবে উদ্বিগ্ন ব্যবসায়ীরা।পর্যটকের অভাবে বন্ধের উপক্রম সুন্দরবন রুটে পর্যটকবাহী লঞ্চ ও জাহাজ চলাচল।আর সুন্দরবন বন বিভাগ বলছেন,চলমান অবস্থা থাকলে রাজস্ব আয় কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় পর্যটকদের পদচারণা মুখর থাকে সুন্দরবন ও এর আশপাশের এলাকায়। পর্যটক শূন্য হয়ে পড়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন। কিন্তু অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে লোকসানের মুখে পড়েছে।
দেশ-বিদেশের নানা বয়সী পর্যটকদের দেখা নেই এবার। সুন্দরবনে ভ্রমণের লঞ্চ ও জাহাজে বুকিং দিয়েও বাতিল করতে বাধ্য হচ্ছেন পর্যটকরা।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন, সুন্দরবনের সৌন্দর্য্য বর্ণনায় পর্যটনদের জন্য বিশ্বমানের জাহাজ এনে বিপত্তিতে মুখে পড়েছেন তারা।
আর সুন্দরবন বন বিভাগ বলছেন, হরতাল-অবরোধ চলমান থাকলে রাজস্ব আয় কমে যাবে।
২০২২-২৩ অর্থ বছরে ২ লাখ ১৬ হাজার পর্যটকের ভ্রমণে রাজস্ব আয় হয় ৩ কোটি ৯৪ লাখ টাকা।