পলাতক আসামি বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে
- আপডেট সময় : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তার রায় কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ক্যাপ্টেন মাজেদের গ্রেফতারের ঘটনা দেশবাসীর জন্য মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার। অন্যদিকে আইনমন্ত্রী জানান, আনুষ্ঠানিকতা শেষে রায় কার্যকর হবে। মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে মিরপুর সাড়ে ১১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ।
ইতিহাসের জগন্যতম অধ্যায় বঙ্গবন্ধু হত্যাকান্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামী ক্যাম্পেন আবদুল মাজেদকে গেলরাতে রাজধানীর মিরপুর থেকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৫৪ ধারায় আটক দেখিয়ে দুপুরে তাকে নেয়া হয় সিএমএম কোর্টে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে, বিচারক এ এম জুলফিকার হায়াত দণ্ডিত এই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, ক্যাপ্টেন মাজেদের আপিলের কোনো সুযোগ নেই।
খুনি মাজেদের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে অনলাইনে ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী । বলেন, এটি এই সময়ে জাতির সেরা উপহার। তিনি বলেন, এবার আদালতে নির্দেশ অনুযায়ী তার মৃত্যুদণ্ডও কার্যকর করা যাবে। অন্যদিকে সন্ধ্যায় নিজের গুলশানের আবাসিক অফিস থেকে একটি ভিডিও বার্তায় আইনমন্ত্রী বলেন, রায় কার্যকরের আনুষ্ঠানিকতা শেষ হলেই দন্ড কার্যকর করা হবে। আব্দুল মাজেদকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হবে,তাই তিনি করোনা ভাইরাস ছড়ানোর কোনো ঝুঁকি সৃষ্টি করবেন না বলেও জানান আনিসুল হক।