পল্টন এলাকায় অভিযানে মানবপাচার চক্রের মূল হোতা আবুল কালাম গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর পল্টন এলাকায় অভিযানে মানবপাচার চক্রের মূল হোতা আবুল কালামকে গ্রেপ্তার করেছে রেব। এসময় বেশকিছু ভুয়া ভিসাসহ পাসপোর্ট ও জাল বিএমইটি কার্ড উদ্ধার করা হয়। কাওরান বাজারে রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
মানব পাচার ও প্রতারনার অভিযোগে রাজধানীর পল্টন এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের হোতা আবুল কালামকে গ্রেফতার করেছে রেব-তিন। তার কাছ থেকে ১৪ টি পাসপোর্ট, নকল ছ’টি বিএমইটি কার্ড ও আর্থিক লেনদেনের বিভিন্ন লেজার উদ্ধার করা হয়।
সাধারন মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে ৫-৭ লাখ টাকায় ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখায় এই চক্রটি। ৩ বছরে ৫০ এর বেশি ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আবুল কামাল হাতিয়ে নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
২০১৭ থেকে শুরু করে এমন প্রতারনা। পাসপোর্ট ও প্রাথমিক খরচ বাবদ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা হাতিয়ে নেয় সে। এছাড়া- ভিসা, টিকিট,মেডিক্যাল ও বিএমইটি ক্লিয়ারেন্স খরচ দেখিয়ে ধাপে ধাপে টাকা আদায় করা ছিল তার টার্গেট।
চতুর্থ শ্রেণি উত্তীর্ণ প্রতারক আবুল কালামের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় রেব।