পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
- আপডেট সময় : ০৭:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাইয়ে বরাবরের মতো এবারও চমক দিয়ে টালিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে দলের টিকিট দিয়েছেন মমতা।
তৃণমূল নেত্রী মমতা নন্দীগ্রাম থেকে লড়ছেন। ভবানীপুরে লড়বেন দলের জ্যেষ্ঠ নেতা শোভন দেব। শুক্রবার ২৯৪ আসনের বিধানসভায় ২৯১ আসনে নিজ দলের প্রার্থী ঘোষণা দেন মমতা। বাকি তিনটি আসন ছাড়া হতে পারে গোর্খা জনমুক্তি মোর্চাকে। অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে। আলিপুরদুয়ারে দাঁড়াবেন সৌরভ চক্রবর্তী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে। ইন্দ্রনীল ভোট করবেন চন্দনগন থেকে। সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুর থেকে। রত্না চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন বেহালা পূর্বে। মনোজ তিওয়ারি -শিবপুর থেকে, কাঞ্চন মল্লিক-উত্তরপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শারীরিক অসুস্থতার জন্য এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অমিত মিত্র ও পূর্ণেন্দু বসু। ৮০-র ঊর্ধ্বে যাদের বয়স, তাদের এবার টিকিট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মমতা।