পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ গোটা রাজ্যে এখন কনকনে শীত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ গোটা রাজ্যে এখন কনকনে শীত। সবচেয়ে ভয়াবহ ঠাণ্ডা দার্জিলিংয়ে, আজ সোমবার তাপমাত্রা কমে ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে ।
কলকাতার তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস । উত্তুরে হাওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গে প্রচণ্ড শীত নেমেছে। ঘন কুয়াশার কারণে ভোরের দিকে যান চলাচল ব্যাহত হয় । কলকাতার পাশের জেলাগুলোতেও একই অবস্থা। দার্জিলিংয়ে তো তাপমাত্রা কমছেই, শিলিগুড়িতে তাপমাত্রা উঠানামা করছে ৫-৬ ডিগ্রির মধ্যে। মালদহে তাপমাত্রা দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস । জলপাইগুড়িতে ৬ ডিগ্রি সেলসিয়াস।