পহেলা বৈশাখ ফিরে পেল প্রাণের ছোঁয়া
- আপডেট সময় : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৭১৬ বার পড়া হয়েছে
কুসংস্কারকে দূরে ঠেলে আলোকোজ্জ্বল জীবনের দৃপ্ত শপথ উদ্ভাসিত হলো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায়। করোনা মহামারিতে গেল দু’বছর বন্ধ থাকায় এবার প্রতিপাদ্য ঠিক করা হয়– রজনীকান্ত সেনের গানের কলি ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। স্বাভাবিক জীবনে ফেরার আকুতি নিয়ে বর্নিল শোভাযাত্রায় অংশ নেন রাজধানীর হাজারো মানুষ।
অমঙ্গল আর অসুন্দরের বিরুদ্ধে আলো আর শুভ শক্তির বিমূর্ত প্রতিবাদের নাম মঙ্গল শোভাযাত্রা
সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পরিবর্তে টিএসসি থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মেট্টোরেলের অবকাঠামোর কারণে সড়কে থাকা সীমাবদ্ধতা কাটাতেই টিএসসি হয়ে নীলক্ষেত ঘুরে আসে উৎসবমুখর এই শোভাযাত্রা। দুবছরের বিচ্ছেদ শেষে বৈশাখের শুরুতে প্রানেস্পন্দন খুঁজে পায় বাঙালী।
বড়দের এই আনন্দ যাত্রায় অংশ নেয় ছোটরাও।
নতুন বছর নিয়ে প্রত্যাশার কথাও জানান তারা।
শুধু এদেশী নয় মঙ্গল শোভাযাত্রায় ভিনদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
১৯৮৫ সালে যশোরে চারুপাঠের হাত ধরে শুরু হওয়া এই শোভাযাত্রা ২০১৬ সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অর্জন করে।