পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে শনিবার ভোর পৌনে ৫ টায় ফেরী চলাচল বন্ধ রাখা হয়।দূর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখে ৫ ঘন্টা বন্ধ থাকার পর কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৯ টা ৫০ মিনিটে আবার ফেরী চলাচল শুরু হয়। ১৪ টি ফেরী চলাচল এখন স্বাভাবিক আছে। দুইপার থেকে ছেড়ে আসা ৯টি ফেরী দিক নির্ণয় বয়াবাতি না দেখায় মাঝ নদীতে নোঙরে ছিল। এসময় ঘাটে ৩ টি ফেরী লোডে ছিল।
এদিকে, ৫ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এরআগে, রাত সাড়ে ৩টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় আটকা পড়ে অনেক যানবাহন। এতে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে অচলাবস্থার সৃষ্টি হয়।