পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত
- আপডেট সময় : ০২:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত ব্যাংক-বীমা ও শেয়ার বাজার। ছুটির পর প্রথম কর্মদিবসে বিভিন্ন অফিসে কর্মরতদের উপস্থিতি ছিল কম। যারা রাজধানীতে ঈদ করেছেন, মূলত তারাই যোগ দিয়েছেন কর্মস্থলে। সকালে সচিবালয়সহ বিভিন্ন অফিসে দেখা যায় ঈদের আমেজ।
ঈদুল ফিতরের ৫ দিনের টানা ছুটির শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস-আদালত। সোমবার সচিবালয়ের চিত্র এটি। দিনের শুরুতে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সহকর্মীরা।
এদিন নিজ নিজ মন্ত্রনালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আনন্দঘন পরিবেশে মানুষ এবার ঈদ উদযাপন করেছে, জানিয়ে এটাকে বড় প্রাপ্তি বলে মনে করেন তারা। খুলেছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানও। প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে ঢাকায় ফিরে অফিস শুরু করেছেন প্রতিষ্ঠানে কর্মরতরা। ঈদের পর প্রথম কার্মদিবসে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন, করেন কোলাকুলি।
ব্যাংকেও গ্রাহক উপস্থিতি ছিল কম। যাদের বেশি প্রয়োজন শুধু তারাই এসেছেন লেনদেন করতে। আগামী রোববার থেকে আবারও ব্যাংকগুলোয় আগের চিত্র ফিরে আসবে বলে জানান এই কর্মকর্তা। তফসিলি ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে।