পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে জয় পেয়েছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে জয় পেয়েছে ভারত। দক্ষিন আফ্রিকাকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রিশাব পান্তের দল।
রাজকোটে টস হেরে ব্যাট করতে নেমে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে, চতুর্থ উইকেটে রিশাব পান্ত ও হার্দিক পান্ডিয়ার ৪১ রানের জুটিতে ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পান্ত ১৭ রানে ফিরে গেলেও দিনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ৬৫ রানের জুটি করেন পান্ডিয়া। শেষ পর্যন্ত দিনেশ কার্তিকের ৫৫ ও হার্দিক পান্ডিয়ার ৪৬ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় দক্ষিন আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে আবেশ খান নেন ৪টি উইকেট। কাল সিরিজ নির্ধারনী ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে দু’দল।