উপ-নির্বাচনে ১৮ মনোনয়নপত্র বাতিল
- আপডেট সময় : ০৯:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বগুড়ার দুটি আসনের উপ-নির্বাচনে ২২ প্রার্থীর মধ্যে ১১, চাঁপাইনবাবগঞ্জে দুটি আসনে দুই এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থীতা বাতিল হয়েছে। একজন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান। অন্য সবাই স্বতন্ত্র। দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ নির্বাচন থেকে এক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে দু’জনের মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাইয়ের পর দুটি আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও একেএম গালিভ খান এ ঘোষণা দেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুস সাত্তার ভূইয়াসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।