পাঁচটি স্পিডবোট দিয়ে টঙ্গী নদীবন্দর থেকে ঢাকায় বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন শুরু
- আপডেট সময় : ০৭:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
পাঁচটি স্পিডবোট দিয়ে টঙ্গী নদীবন্দর থেকে ঢাকার বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন ব্যবস্থা চালু হয়েছে। বেসরকারি উদ্যোগে প্রথম পর্যায়ে টঙ্গী-আব্দুল্লাহপুর-কড্ডা এবং আব্দুল্লাহপুর-উলুখোলা– এ দুটি রুটে স্পিডবোট চলাচল করবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঢাকার বৃত্তাকার নৌপথের এই স্পিডবোট সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় নৌ-প্রতিমন্ত্রী জানান, ধাপে ধাপে রাজধানী ঢাকার পাশের চারটি নদীর ১১০ কিলোমিটার নৌপথ চালু করা হবে।
কালের পরিবর্তনে গতি হারাচ্ছে তুরাগ। অবৈধ দখল আর দূষণে বিপন্ন প্রায়এক সময়ের খরস্রোতা নদ।
তবে তুরাগকে বাচানোর চেষ্টা সরকারি-বেসরকারি নানান সংস্থার। এরই ধারাবাহিকতায়, ঢাকার চারদিকে বৃত্তাকার নৌপথ চালুর পদক্ষেপ নিয়েছে সরকার। টঙ্গী নদীবন্দরে এই পরিষেবার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তুরাগকে দুষণের হাত থেকে রক্ষা করতে শিল্পমালিকদেরএগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য।
তবে নদী দূষণের জন্য বিএনপিকে দায়ী করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি জামাত সরকারের সময়ে সবচেয়ে বেশি দখন ও দুষণের শিকার হয় এ নদী।
প্রতিমন্ত্রী জানান, সড়কপথে চাপ কমানো এবং নৌপথে সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহনের ব্যবস্থা চালু করতে এ পদক্ষেপ। পরে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের উদ্বোধন করা হয়।
এরপর পাশেই উদ্বোধন করা হয় টঙ্গী ইকো পার্ক।