পাকিস্তান ও ইংল্যান্ড ফাইনাল খেলার অপেক্ষায়
- আপডেট সময় : ০৮:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গ্রুপ পর্বে নানা নাটকীয়তার জন্ম দেয়া দুই দল পাকিস্তান ও ইংল্যান্ড ফাইনাল খেলার অপেক্ষায়। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো পাকিস্তান, আর আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে আপসেট তৈরি করা ইংল্যান্ড। ফাইনালে যাওয়ার পথটা দু’রকম ছিল দু’দলের। নূর উদ্দিন খানের প্রতিবেদনে দেখুন টি-টুয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্টের চূড়ান্ত ম্যাচে পৌঁছানোর পথটা কেমন ছিলো।
আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই পর্দা নামবে টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আবরের। ১৬দল আর ৪৪ ম্যাচ শেষে টুর্নামেন্ট এখন ঠেকেছে মাত্র ১ ম্যাচে। ফাইনালে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় পাকিস্তান ও ইংল্যান্ড।
তবে, ফাইনালে যাওয়ার পথটা মোটেও মসৃণ ছিলো দুদলের। এ যেমন পাকিস্তান, যাদের বিশ্বকাপের শুরুটা হয়েছিলো হার দিয়ে। আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়ে শুর করা পাকিস্তান এখন শিরোপার মঞ্চে।
অপর ফাইনালিস্ট ইংল্যান্ডের শুরুটা হয়েছিলো আফগানিস্তানকে হারিয়ে। পরের ম্যাচেই আসরের সবচেয়ে চমক, ইংল্যান্ডকে হারিয়ে সেই চমকটা দিয়েছিলো আয়ারল্যান্ড। আর পাকিস্তানকে হারিয়ে অপর গ্রুপের চমক জাগিয়েছিলো জিম্বাবুয়ে।
আসরের তৃতীয় ম্যাচে নিজেদের প্রথম জয়ের দেখা পায় পাকিস্তান। নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় বাবর আজমের দল। অপরদিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচে ভেসে যায় বৃষ্টিতে।
অবশ্য পরের দুই ম্যাচে জয় নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে ইংলিশরা। খাদের কিনারায় থাকা পাকিস্তানকে সুযোগ করে দেয় নেদারল্যান্ডনস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দাড় করায় ডু অর ডাই সমীকরণ। সে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিতে ওঠে পাকিস্তান আর বাড়ির পথ ধরে টাইগাররা।
সেমিফাইনালে দুটি ম্যাচই হয় একচেটিয়া। ভারতকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের সামর্থের জানান দেয় ইংল্যান্ড। আর নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আসরের খাদের কিনারা থেকে উঠে আসা পাকিস্তান।