পাকিস্তানী শাসন ও আওয়ামী শাসনের মধ্যে কোন পার্থক্য নেইঃ মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পাকিস্তানী শাসন ও আওয়ামী লীগের শাসনের মধ্যে কোন পার্থক্য নেই, আওয়ামী লীগকে বাচতে হলে ক্ষমা চেয়ে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে । এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর নাট্যমঞ্চে কৃষকদলের সম্মেলনে তিনি এ কথা্ বলেন।
তিনি বলেন, দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সভা সমাবেশ করতে দেয় না, হত্যা গুম অব্যাহত রয়েছে। গত ৫০ বছরে কৃষকের বন্ধু ছিল জিয়াউর রহমান। কঠিন সময় অতিক্রম করছি জাতীয় জীবনে সমস্যা তৈরি করেছে। কঠিন সময় তৈরি করছে একটি রাজনৈতিক দল। যখন ক্ষমতা এসেছে তখনেই গনতান্ত্রিক অধিকার হরণ করেছে। ১১/১ কুশলিকদের সহায়তা নিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। কৃষকদের সমস্যা সমাধান করতে পারেনি,ন্যায্যমূল্য পায়না। চালের ন্যায্য মূল্য পায়নি। ভবিষ্যতে কৃষকদের সংগঠিত করতে হবে তাদের অধিকার আদায়ে। সরকার কৃষদের জন্য উল্লেখযোগ্য কিছু করেত পারেনি। লুটেরা সরকারে পরিনত হয়েছে, জোর করে ক্ষমতা টিকে আছে। রাস্ট্র যন্ত্রকে ব্যবহার করছে ক্ষমতা টিকে থাকতে।