পাকিস্তানে বন্যায় প্রায় ১ হাজার মানুষের প্রাণহানি : বাস্তুচূত্য ৩ কোটিরও বেশি মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পাকিস্তানে অস্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা প্রায় ১ হাজার মানুষের প্রাণহানি হয়েছে এবং ৩ কোটিরও বেশি মানুষ বাস্তুচূত্য হয়েছেন।বন্যা মোকাবেলায় দেশটির সরকার ইতোমধ্যেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
পাকিস্তানে বন্যায় এ পর্যন্ত অন্তত ৯৮২ জন মারা গেছে, এর মধ্যে ৩৪৩ জন শিশু রয়েছে। হতাহতদের অর্ধেকেরও বেশি বেলুচিস্তান এবং দক্ষিণ সিন্ধু প্রদেশের যেখানে রেকর্ড বৃষ্টির মধ্যে যথাক্রমে ২৩৪ এবং ৩০৬ জন মারা গেছে। দেশটির চারটি প্রদেশের ১০০ টিরও বেশি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটা দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যূৎ ও ইন্টারনেট সংযোগও। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুক্তরাজ্যে তার সরকারী সফর স্থগিত করেছেন।