পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এ হামলায় ৭ সেনা ও সশস্ত্র গোষ্ঠীর ১৫ সদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি।
সংগঠনটি একটি বিবৃতিতে জানায়, তাদের আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ৫০ এর বেশি সেনা নিহত হয়েছেন। বুধবার রাতে এসব হামলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ আহমেদ বলেন, সংঘর্ষে সাত সেনা ও ১৫ বিদ্রোহী নিহত হয়েছেন। আরও চার-পাঁচ বিদ্রোহীকে আটক রাখা হয়েছে। তাদের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে। এর আগে, গত সপ্তাহে গোয়াদার বন্দরের কাছে বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের আরো ১০ সেনা নিহত হয়। গত কয়েক বছরের মধ্যে পাকিস্তান সামরিক বাহিনীর ওপর এটিই বালুচ বিদ্রোহীদের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।