পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা
- আপডেট সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। মসজিদের দানবাক্সে প্রায় পৌণে ৬ কোটি টাকা পাওয়া গেছে। এছাড়া একটি ডায়মন্ডের নাকফুলসহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। শনিবার সকাল সোয়া ৮টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে তা মসজিদের দোতলায় গণনার জন্য নেয়া হয়। প্রায় সাড়ে ১৩ ঘণ্টায় আড়াইশো মানুষ গণনায় সাহায্য করেন।
মসজিদের লোহার দানবাক্স খুলতেই শুধু টাকা আর টাকা। মসজিদেরই দোতলার মেঝেতে বসে টাকা গণনায় সাহায্য করেন মাদ্রাসার দেড়শ’ ছাত্র। সঙ্গে ছিলেন ষাট জন ব্যাংক কর্মকর্তা।তিন মাস পরপর কিশোরগঞ্জের পাগলা মসজিদে এভাবেই গুণতে হয় জমা পড়া টাকা। ৮ টি দানবাক্সে টাকা ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণালংকার মিলেছে।
ভক্সপপ: কয়েকজন দানকারী
প্রতিদিন প্রাপ্ত গরু-ছাগলসহ বিভিন্ন সামগ্রী প্রতিদিনই বিক্রি করতে পারে মসজিদ কমিটি। করে টাকা সে টাকা স্থানীয় রূপালী ব্যাংক শাখায় রাখা হয়।
প্রায় ৩১ বছরে ধরে মসজিদটি ওয়াকফের আওতায় পরিচালিত হচ্ছে। এই রেকর্ড পরিমাণ অর্থে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন কমপ্লেক্স নির্মাণের কথা জানালেন মসজিদের সভাপতি।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুরে ভেসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন।এই মনীষীর সমাধির পাশে মসজিদটি গড়ে উঠে। কালক্রমে পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।