পাচারকৃত টাকা ফেরত আনতে কাজ শুরু করেছে টাস্কফোর্স : অর্থ উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৬০৬ বার পড়া হয়েছে
পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,পাচার হওয়া অর্থ ফেরত আনতে কিছু কারিগরি সহায়তা লাগবে। এরই মধ্যে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সঙ্গে একটি কমিটিও আছে। তারা কাজ শুরু করে দিয়েছে। এছাড়া,বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটন গেছেন। সেখান থেকেও কিছু সহায়তা আসবে। তবে,পাচার হওয়া অর্থ সম্পর্কে অনেক তথ্য লাগবে বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।