পাচারের অর্থ ফেরতের উদ্যোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতো উন্নত দেশ : আমির খসরু
- আপডেট সময় : ০৮:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বাজেট করা হয়েছে। উন্নত বিশ্বে এমন ব্যবস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বনানীতে নিজ বাসায় বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
আমির খসরু আরো জানান, অবৈধ সরকারের বাজেট বিএনপি সমর্থন করে না। উন্নত বিশ্বে বিদেশে অর্থ পাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতো। জঙ্গল আইনে দেশ চলছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। মেগা প্রজেক্ট নিয়ে সমালোচনা করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ১০ হাজার কোটি টাকার পদ্মাসেতু ৩০ হাজার কোটি টাকায় নির্মাণ করা হয়েছে। এতবড় বাজেট বাস্তবায়ন করতে হলে জনগণের কাছ থেকেই আরো টাকা নেয়া হবে। এর পরিণতিতে মূল্যস্ফীতি আরো বাড়বে। অন্যদিকে, সরকারের করা ঋণ জনগণকেই সুদাসলে তিনগুণ পরিশোধ করতে হবে। এই বাজেট জনগণকে সর্বমুখী চাপে ফেলবে মন্তব্য করেন আমির খসরু।