পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। তবে তালেবানের এ দাবি প্রত্যাখ্যান করেছেন তালেবান বিরোধী ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নেতা আহমেদ মাসুদ।
এদিকে তালেবান যোদ্ধাদের বিজয় উদযাপনে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে কাবুলে ১৭ জন মারা গেছে, আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন।শনিবার এ তথ্য নিশ্চিত করেছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ। সংবাদমাধ্যমটি জানায়, তালেবান বিরোধীদের শেষ ঘাঁটি পঞ্জশির প্রদেশও নিয়ন্ত্রণে নেওয়ার খবরে শুক্রবার রাতে কাবুলের বিভিন্ন স্থানে আকাশের দিকে গুলি ছুড়ে বিজয়োল্লাস করে তালেবান । এর পরপরই শহরের ইমারজেন্সি হাসপাতালগুলোতে দলে দলে গুলিবিদ্ধ মানুষ আসতে শুরু করে। এ ঘটনার পর যোদ্ধাদের বাতাসে গুলি ছুড়ে বিজয়োল্লাস না করতে আহ্বান জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।