পাট চাষে আগ্রহ হারাতে বসেছে কৃষক
- আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মৌসুমের শুরুতেই ভারী বৃষ্টি, বীজ তলায় পানি জমে থাকা ও বন্যায় তলিয়ে যাওয়ায় পাটের ফলন ভালো হয়নি গোপালগঞ্জে। ন্যায্য দাম পাওয়া নিয়েও সংশয়ে রয়েছে তারা। ফলে, পাট চাষে আগ্রহ হারাতে বসেছে অনেক কৃষক।
মৌসুমের শুরুতে অতিবৃষ্টিতে বীজতলা ডুবে যাওয়া ও গোড়ায় বন্যার পানি জমে থাকায় পাট গাছ বড় হতে পারেনি। সেকারণে আঁশ মোটা ও লম্বা হয়নি। কিন্তু, পাট বাঁচাতে সময়ের অনেক আগেই কেটে ফলতে হয়েছে কৃষকদের। অন্য বছর প্রতি বিঘায় ২০ মন হলেও, এবার হয়েছে ১২ থেকে ১৩ মন। এছাড়া, বন্যার কারণে পাট কাটতে খরচ হয়েছে বেশি। ন্যায্য দাম না পাওয়ায়, লোকসানের মুখে রয়েছে জেলার কয়েক হাজার পাট চাষী।
জেলায় ১৯’শ থেকে ২১’শ টাকায় প্রতি মন পাট বিক্রি হচ্ছে। দাম না বাড়লে, কৃষকের লোকসান হবে বলে মনে করছেন, আড়তদাররা।
দাম বাড়লে ক্ষতি কাটিয়ে কৃষক, লাভবান হবে বলে মনে করেন, এই কর্মকর্তা।
এ বছর, গোপালগঞ্জে ২৫ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।