পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল ব্যাহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
পদ্মা নদীর পানি বৃদ্ধিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
এই নৌপথে ১৭টি ফেরির মধ্যে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে একটি এবং পাটুরিয়ার ভাসমান কারখানায় আরেকটি ফেরির মেরামতের কাজ চলছে। ফলে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পার হলেও নদীতে পানি বাড়ায় পন্টুন মেরামতের কাজে বিঘ্ন ঘটছে। বর্তমানে এই নৌপথের পাটুরিয়া প্রান্তে ৪টি এবং দৌলতদিয়া প্রান্তে ৫টি ফেরিঘাট রয়েছে।
বৈরি আবহাওয়ায় পদ্মা উত্তাল থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম করিডোর শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌপথে কয়েক দফায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আজ সকালে লঞ্চ চলাচল শুরু হয়েছে। অন্যদিকে, ঝোড়ো বাতাসসহ বৈরী আবহাওয়ায় মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌপথেও লঞ্চ বন্ধ রেখে ৩ ঘণ্টা পর চালু করা হয়।