পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখি যাত্রীদের চাপ বেড়েছে
- আপডেট সময় : ১২:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখি যাত্রীদের চাপ বেড়েছে। বেশীর ভাগ যাত্রীরাই বেসকারী প্রতিষ্ঠানে কর্মরত। ঈদ শেষে আবার কর্মস্থলে যেতে ভীড় করছেন এ নৌপথে।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ এ নৌরুটে গত কয়েকদিনের চাইতে আজ যাত্রীর সংখ্যা বেশী লক্ষ করা যাচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় নিজ জেলা থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙ্গে ভেঙ্গে দৌলতদিয়া প্রান্তে আসতে হচ্ছে। নৌপথ স্বাভাবিক থাকায় নির্বিঘ্নে নদী পাড় হলেও ঢাকা- আরিচা মহাসড়কে পূনরায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। সকাল থেকে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করছে।
আজও মাদারীপুরের বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ অতিরিক্ত বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শিমুলিয়া ঘাট থেকে একের পর এক খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে যাত্রী পারাপার করছে বিআইডব্লিউটিসি।
দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রবেশ পথ শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের উভয় পাশে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। পাশা-পাশি রাজধানী থেকেও যাত্রীদের দক্ষিনাঞ্চল যেতে দেখা গেছে। শুক্রবার ভোর থেকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি গুলোতে যানবাহনের চাইতে যাত্রীদের উপস্থিত বেশী দেখা গেছে। সকাল থেকে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিসি।