পাটুরিয়া- দৌলতদিয়ায় ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে শুরু হয়েছে নৌ চলাচল
- আপডেট সময় : ০৬:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
তীব্র স্রোত আর বৈরী আবহাওয়ায় বন্ধ থাকা শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে আজ থেকে সীমিত আকারে শুরু হয়েছে নৌ চলাচল। অন্যদিকে পাটুরিয়া- দৌলতদিয়ায় ২৩ ঘন্টা পর শুরু হয়েছে নৌ চলাচল। কিন্তু ফেরি চলছে না। ফলে দু’পাড়েই আটকে আছে কয়েক শত যানবাহন।
মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে সকাল থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পীডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। অচলাবস্থা সামাল দিতে ড্রেজিং করছে বিআইডব্লিউটিএ। লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলের পরিবর্তে বিকল্প চ্যানেলে সীমিত আকারে চলাচল করছে ফেরি। কম যানবাহন নিয়ে চলছে ১০টি ফেরি।
পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে প্রায় একদিন পর শুরু হয়েছে লঞ্চ চলাচল। বন্ধ আছে ফেরি চলাচল। সকাল থেকে অপেক্ষায় আছে শত-শত যানবাহন। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো.মহিউদ্দিন রাসেল এ তথ্য জানান। পাটুরিয়া ঘাটে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, ৫০টির মত ছোট গাড়ী ও যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায়।