পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোতের কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে
- আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোতের কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি পারাপারের সংখ্যা কমে যাওয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানজট হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মার তীব্র স্রোতের কারণে পাটুরিয়া প্রান্ত থেকে দৌলতদিয়া প্রান্তে যেতে সময় লাগছে ১ ঘন্টার ওপরে। আর দৌলতদিয়া থেকে পাটুরিয়া প্রান্তে আসতে সময় লাগছে ৪৫ মিনিট। যেখানে আগে উভয় ঘাট থেকে আসতে সময় লাগত ৩০ থেকে ৪০ মিনিট। সকাল থেকে ১৮টি ফেরি দিয়ে চলছে পারা-পার। মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সর্বশেষ খবর অনুযায়ী সকাল ১০টা পর্যন্ত কয়েক শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে।
এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের সবগুলো যাত্রীবাহী লঞ্চে আগের তুলনায় যাত্রীদের চাপ কয়েকগুন বেড়েছে। এ নৌ-রুটের অধিকাংশ লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে তিন থেকে চারগুন যাত্রী নিয়ে পদ্মা পাড়ী দিলেও বিআইডব্লিউটিএ’র থেকে এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।