পাটের দাম মন প্রতি আড়াই থেকে তিন হাজার টাকা বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে মন প্রতি পাটের দাম বেড়েছে আড়াই থেকে তিন হাজার টাকা। জেলার কাহারোল ও খানসামার বাজারগুলোতে সরবরাহ কমায় পাটের দাম বেড়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
হু-হু করে বাড়ছে পাটের দাম গেল ৭ দিনে দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। বর্তমানে মান ভেদে প্রতিমন পাট বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ৬ হাজার টাকায়।এ বছর পাটের ফলন কম হওয়ায়, আমদানিও তেমন হচ্ছে না বলে জানায় চাষিরা।বাজারে সরবরাহ কম থাকায় কৃষকের বাড়ি বাড়ি গিয়ে পাট কিনছে ব্যবসায়ীরা।
জেলায় এবার প্রায় দেড় লাখ বেল পাট উৎপাদন হয়েছে। দাম বাড়ায় মজুতদাররা লাভবান হচ্ছে বলে জানায়, সংশ্লিষ্টরা।