পাঠক স্বল্পতায় ধুঁকছে গফরগাঁওয়ের ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার
- আপডেট সময় : ০৪:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীতে ঢাকায়–সালাম, বরকত, রফিকের মতো পুলিশের গুলিতে প্রাণ দেয় ময়মনসিংহের গফরগাঁওয়ের আবদুল জব্বার। তাঁর স্মৃতি রক্ষার্থে গফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামে ২০০৮ সালে নির্মাণ করা হয় ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। পাঠক স্বল্পতায় ধুঁকতে থাকা গ্রন্থাগারটি ডিজিটালাইজেশনের দাবি এলাকাবাসীর।
একাদশ শ্রেণির ছাত্র নাঈম হাসান। ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে বসে এভাবেই মোবাইল নিয়ে ব্যস্ত। শুধু নাঈম নয়, এখানে অনেকেই এসে বই পড়ার পরিবর্তে মোবাইলে বেশি সময় ব্যয় করেন। তাদের দাবি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে গ্রন্থাগারটি ডিজিটালাইজেশন করার।
স্থানীয়রা বলছেন পাঁচুয়া গ্রামে ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে পর্যটক আনতে রাস্তা সংস্কারের পাশাপাশি প্রয়োজন স্থাপনা নির্মাণ।
ভাষা শহীদ আবদুল জব্বারের নামে দীর্ঘদিন ধরে কারিগরি স্কুল এন্ড কলেজ নির্মাণের দাবি করেও তা বাস্তবায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করেন ভাষা সৈনিক মকবুল হোসেন। তবে আশার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
পাঁচুয়া গ্রামে ১৯১৯ সালে জন্ম নেয়া আবদুল জব্বার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ঢাকায় অসুস্থ শাশুড়িকে দেখতে যান। একই সময়, ভাষা আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান।