পানি সরবরাহ করা হয়নি গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে
- আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পানি সরবরাহ করা হয়নি গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে। বৃষ্টি না হওয়ায় পানির স্তরও নিচে নেমে গেছে। এতে মহাবিপাকে পড়েছে ঝিনাইদহের চাষিরা। মাঠ থেকে পেঁয়াজ-রসুনসহ অন্যান্য ফসল তোলার পর, এখন পাট ও আউশ ধানের আবাদ নিয়ে চিন্তিত তারা। নদীতে পানি কম থাকায় বোরো মৌসুমে সরবরাহ কিছুটা বিঘ্নিত হলেও এখন স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে, পানি উন্নয়ন বোর্ড।
জেলার শৈলকুপায় পেঁয়াজ-রসুন তোলার পর, এখন জমিতে পাট ও আউশ ধান আবাদের কথা। কিন্তু, বৃষ্টির দেখা নেই। জিকে সেচ খালেও পানি সরবরাহ করা হয়নি। যে কারণে এখনও অনাবাদি রয়েছে অনেক জমি।
স্তর নিচে নেমে যাওয়ায় সেচ পাম্পেও পানি উঠছে না। বোরো মৌসুমে খালে পানি সরবরাহ না করায়, ধানের উৎপাদন কম হবে বলে মনে করছে কৃষক। এখন পানি না পেলে পাট ও আউশের আবাদও পিছিয়ে যাবে। এতে খরচ বাড়বে।
পদ্মায় পানি না থাকায় বোরো আবাদে সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে জানায়, পানি উন্নয়ন বোর্ড। আউশ আবাদে এ মাসের শেষে পানি সরবরাহ করা হবে
জেলা সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপায় জিকে সেচ খালের আওতাধীন আবাদী জমির পরিমান রয়েছে ২৯ হাজার হেক্টর।