পানি সরবরাহ খাতে সহায়তার জন্য জাপান সরকারের প্রতি আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানি সরবরাহ খাতে সহায়তা বাড়ানোর জন্য জাপান সরকারের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম।
জাপানের রাষ্ট্রদূত নাউকি ইতো রোববার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। তাজুল ইসলাম জাপানী রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশে পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানি সরবরাহ এখনও বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে বাংলাদেশ সরকার জাপানী প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী। মন্ত্রী বলেন, ধীরে ধীরে সরকার বর্জ্য রিসাইক্লিং ও বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির দিকে যাচ্ছে। আগামী ২০ বছরের মধ্যে গৃহস্থালী পচনশীল বর্জ্য ব্যক্তি পর্যায়ে ডাম্পিংয়ের বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার।