পানির দরে বিক্রি হলেও পচন ঠেকানো যাচ্ছে না কোরবানির পশুর চামড়ার
- আপডেট সময় : ০৭:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
পানির দরে বিক্রি হলেও কোরবানির পশুর চামড়ার পচন ঠেকানো সম্ভব হয়নি।
পানির দরে বিক্রি হলেও কোরবানির পশুর চামড়ার পচন ঠেকানো সম্ভব হয়নি। ফলে এ বছরও দেশে গরু-ছাগল মিলে প্রায় ৩০ শতাংশ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আড়তদাররা । রাজধানীর পোস্তায়ও গুণগতমান নষ্ট হওয়ায় কোনো চামড়া নিতে রাজি হচ্ছে না তারা। আড়তের সামনেই কয়েক হাজার চামড়া পচে নষ্ট হচ্ছে। এতে সবচেয়ে বেশি লোকসানে পড়েছে মৌসুমী ব্যবসায়ীরা ।
দেশের কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত হলেও কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারের কেনা-বেচায়। কোরবানির তৃতীয় দিনেও চামড়া বিক্রি করতে না পারায় ব্যবসায়ীরা অনেকটাই হতাশ।রাজধানীর পোস্তায় ঈদের তৃতীয় দিন গরুর চামড়া সর্বোচ্চ ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর খাসির চামড়া বিক্রি হচ্ছে প্রতি পিস মাত্র ১০ টাকায়। গরু ও খাসির চামড়া বিক্রি করতে না পারায় রাস্তায় ফেলেও গেছেন। আর তা পরিস্কার করছে সিটি করপোরেশন।
এদিকে চামড়া নিয়ে বসে থাকলেও দেখা মিলছে না ক্রেতার। এতে অনেকটাই হতাশ ও ক্ষুব্ধ মৌসুমী চামড়া ব্যবসায়ীরা।বিক্রি করতে গেলে ন্যায্য দাম পাবেন কি না এ নিয়ে আশঙ্কায় আছেন আড়তদারা।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আফতাব খান বলেন, এ বছরও কোরবানির পশুর ৩০ শতাংশ চামড়া নষ্ট হবে। তবে দুর থেকে নিয়ে আসায় পোস্তায় ৪ শো চামড়া নষ্ট হয়েছে বলে তিনি স্বীকার করেন।তবে সব ব্যবসায়ীর চামড়া রপ্তানি করার সুযোগ না থাকায় এবার সুবিধা থেকে বঞ্চিত প্রান্তিক ব্যবসায়ীরা।