পানির হাউজের দেয়াল ধসে শ্বশুর ও পুত্রবধু নিহত
- আপডেট সময় : ০৮:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে বাড়িতে সদ্য নির্মিত পানির হাউজের দেয়াল ধসে শ্বশুর ও পুত্রবধু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই শিশু।
দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুর রহমান এবং তার ছেলের স্ত্রী সাওদা আক্তার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই পরিবারের শিশু রাব্বী ও রুহান। আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, সপ্তাহ খানেক আগে বাড়ির উঠানের এক পাশে আরসিসি পিলার ছাড়াই ৬ ফুট উচু নতুন মাটি ভরাট করে ইট ও সিমেন্ট দিয়ে নতুন পানির হাউজ তৈরী করেন। দুপুরে পরিবারের লোকজন হাউজের পাশে কাজ করছিল। পানির হাউজে অতিরিক্ত পানির চাপে এ সময় হঠাৎ করে চারদিক থেকে পানির হাউজ ধসে পড়ে। এতে পুত্রবধু সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা।