পাবনা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস। তিনি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যানও।
রবিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ২ এপ্রিল এই আসনের সংসদ সদস্য সাবেক ভূমি মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পাবনা-৪ আসন শূণ্য ঘোষণা করা হয়। এই আসনে সাবেক ভূমি মন্ত্রীর স্ত্রী সন্তানসহ পরিবারের একাধিক সদস্য মনোনয়নপত্র নিয়েছিলেন। এছাড়াও প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেন আওয়ামী লীগের ২৮ জন নেতা-কর্মী।