পাবনার ঈশ্বরদীর সুমিষ্ট রসালো লিচুর কদর দেশজুড়ে
- আপডেট সময় : ০১:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৭৭১ বার পড়া হয়েছে
লিচুর ভাণ্ডারখ্যাত পাবনার ঈশ্বরদীর সুমিষ্ট রসালো লিচুর কদর দেশজুড়ে। বর্তমানে গাছ থেকে পাকা লিচু সংগ্রহ করা হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছে লিচু চাষি ও বাগান মালিকরা। ফলন মোটামুটি কিন্তু দাম ভালো পওয়ায় খুশি লিচু চাষীও বাগান মালিকরা। কৃষি বিভাগ বলছে, লিচু উৎপাদন এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
পাবনার ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে সুমিষ্ট লিচু। সারাদেশের লিচু ফুরিয়ে গেলেও, এখানে কয়েক মাস থাকবে বারোমাসি লিচু। জৈষ্ঠ্যের শুরুতে মোজাফফর-দেশি জাতের লিচু টক। তবে পরিপক্ব হলে বেশ মিষ্টি। বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর আঁটি সাধারণত আকারে ছোট, রসালো, মাংসল এবং বেশ সুগন্ধ বলে এলাকাজুড়ে এই লিচুর আবাদ ও চাষিদের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। গাছে গাছে ঝুলছে লাল লিচু।
চলতি বছর ঈশ্বরদীতে মুকুল আসা থেকে শুরু করে গুঁটি, ফল পরিপক্ব হওয়া পর্যন্ত আবহাওয়া অনুকূল ছিল। ফলন ভালো ও দাম বেশি পওয়ায় খুশি লিচু চাষি ও বাগান মালিকরা।পুষ্টিগুণ সমৃদ্ধ লিচুতে ভিটামিন সি ক্যালসিয়াম ও ফলিক এসিড থাকে, যা গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী। মৌসুমী ফল হিসেবে পরিমাণ মতো লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।কৃষি বিভাগ বলছে, কৃষকের পাশে থেকে সেবা প্রদান করেছেন তারা। এবার লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৫ থেকে ৪০ হাজার মেট্রিক টন।ঈশ্বরদীর ৩ হাজার ১’শ হেক্টর জমির ১১ হাজার ২’শ ৫৮ বাগানে এবার লিচুর আবাদ হয়েছে।