পাবনার বেড়ার পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পাবনার বেড়ার ইউএনওকে লাঞ্ছিত করার অভিযোগে পৌরসভার মেয়রকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গেলো সোমবার দুপুরে বেড়া উপজেলা আইন শৃংখলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় অনাকাঙ্খিত এ ঘটনা ঘটে। একটি সিদ্ধান্তকে অনুমোদন না দেওয়ায় ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন পৌরসভার মেয়র আব্দুল বাতেন। গেলো রাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এ ঘটনার বিস্তারিত জানিয়ে জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ দেন আসিফ আনাম। বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাই।