পাবনার রাধানগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পাবনার রাধানগর এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে মজুদ করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাও করা হয়।
দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে শহরের রাধানগর এলাকার মিটি ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৫ হাজার ৪৬ লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে, বোতলজাত তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।