পাবনার সাঁথিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে বাবা ও মেয়ে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে বাবা ও মেয়ে। ঘরের মধ্যে সিমেন্ট বোঝাই ট্রাক ঢুকে গেলে তাদের মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে পাবনার নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। রাত ১০ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সাঁথিয়া উপজেলার ভিটাপাড়ায় রাস্তার পাশে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর।