পাবনায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল টাকাসহ ৬ প্রতারক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল টাকাসহ ৬ প্রতারককে আটক করেছে রেব-১২।
রেব জানায়, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে রেবের একটি দল সাঁথিয়া উপজেলার হাড়িয়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ২২ লাখ টাকার জাল নোটসহ ও দুইটি বিদেশী ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ প্রতারককে আটক করে রেব। আটককৃতদের বাড়ি পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে রেব জানিয়েছে।