পাবনায় কাজাখস্তান নাগরিক হত্যার ঘটনায় তিন বেলারুশ নাগরিক গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কাজাখস্তন নাগরিক সেভিস ভ্লাদিমির হত্যার ঘটনায় আটক তিন বেলারুশ নাগরিককে আসামী করে মামলা হয়েছে। আটকদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক রায়হান পারভেজ জানান,রুপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আসি কোম্পানির পরিচালক ইউরি ফেদরি বাদি হয়ে গতকাল রাতে তিন বেলারুশ নাগরিক ফিতারি, হেন্ডাজ ও ভ্লাদিমিরকে অভিযুক্ত করে ঈশ্বরদী থানায় মামলা করেন। এর আগে ঘটনাস্থল থেকে ওই তিন বেলারুশ নাগরিককে আটক করে পুলিশ। মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। গেল শনিবার রাতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রিনসিটির ৬ নম্বর ভবনের একটি কক্ষে কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমিরকে ছুরিকাঘাতে হত্যা করে ওই তিন বেলারুশ নাগরিক।