পাবনায় খোলা আকাশের নিচে আমদানি করা হাজার হাজার টন ইউরিয়া সার
- আপডেট সময় : ০৬:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পাবনার নগরবাড়ি ঘাট এলাকায় বাফার গুদাম না থাকায় বিদেশ থেকে আমদানি করা হাজার হাজার টন ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। এর মধ্যে বেসরকারি আমদানিকারকদের সারও রয়েছে। রোদ-বৃষ্টিতে মাসের পর মাস পড়ে থাকায়, সারের মান নিয়েও প্রশ্ন উঠেছে। ঝাঁঝালো গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে আছে স্থানীয়রা।
বিসিআইসি ও বিভিন্ন আমদানিকারক চীন, মিশর, সৌদি আরব, তিউনিশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ইউরিয়া, ডিএপি, এমওপি ও টিএসপি সার সমুদ্র পথে নিয়ে আসে চট্রগ্রাম বন্দরে। সেখান থেকে নৌপথে বিসিআইসি উত্তরাঞ্চলের ১৪টি বাফার গুদামে এবং আমদানিকারকেরা বিভিন্ন জেলায় পাঠানোর জন্য পাবনার নগরবাড়ী ঘাটে নিয়ে আসে।
গুদামে বর্তমানে মজুদ রয়েছে প্রায় এক লাখ ২৫ হাজার টন ইউরিয়া সার। আর, জায়গা না থাকায় যমুনা নদীর পশ্চিম পাড়ে খোলা আকাশের নিচে মাটিতে স্তুপ করে রাখা হয়েছে হাজার হাজর মেট্রিক টন সার। এছাড়াও, খালাসের অপেক্ষায় ঘাটে নোঙর করে আছে অনেক জাহাজ। মাটিতে স্তুপ করে রাখা সারের ঝাঁঝালো গন্ধে পরিবেশও হুঁমকির মুখে। স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছে স্থানীয়রা।
পাশের জমিতে মাত্রাতিরিক্ত সার মিশে গিয়ে ফসলের ক্ষতি হচ্ছে বলে মনে করেন, এই জনপ্রতিনিধি।
বাফার গুদাম নির্মান দ্রুত শেষ করার দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।