পাবনায় সরকারি জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ সাবেক এমপির বিরুদ্ধে
- আপডেট সময় : ০১:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৮ বার পড়া হয়েছে
পাবনায় যমুনা নদীপাড়ের সরকারি জমিতে সুবিশাল মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পাবনার -২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধে। দোকান মালিকদের জমি বন্দোবস্ত না নিয়েই অর্থের বিনিময়ে বরাদ্দ দেয়া হয়েছে প্লট।এতে করে বঞ্জিত হয়েছে প্রকৃত সুবিধা ভোগীরা।আর সরকার হারিয়েছে বিপুল পরিমাণের রাজস্ব।
একসময়ের উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী। এখানে যমুনা নদীর পাড়ে প্রায় ৫ একর জমিতে গড়ে উঠেছে সুবিশাল এক বাজার। সাবেক এমপি খন্দকার আজিজুল হক বাজারটি তৈরী করায় স্থানীয়দের কাছে এটি এমপি বাজার নামে পরিচিত।
নদীর গতিপথ পরিবর্তনের কারণে বাজারটি নগরবাড়ী ফেরিঘাট পার্শ্ববর্তী কাজীরহাটে সরিয়ে নিলে স্থানটি পরিত্যক্ত হয়ে পড়ে। ফেরিঘাটের পাশের এ স্থানটিতে এক সময় নলখোলা মথুরাপুর হাট ছিল। যা প্রায় ৩০ বছর আগে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পরে নতুন করে জমি জেগে উঠলে ২০১৮ সালে তৎকালীন এমপি আজিজুল হক আরজু সেখানে মার্কেট নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় প্রশাসনের অনুমোদন ছাড়াই যমুনা নদী থেকে বালু উত্তোলন করে ভরাট করেন জমি। দুই শতাধিক প্লটে ভাগ করা হয় জায়গাটি। অভিযোগ আছে, প্লট প্রতি ১ লাখ টাকা করে নিয়েও আগের ব্যবসায়ীদের জায়গা বুঝিয়ে দেন নি তিনি।
কোন প্রকার নিয়ম না মেনে সাবেক এমপি ক্ষমতার অপব্যবহার করে এই মার্কেট নির্মাণ করেছে বলে মনে করেন এই জনপ্রতিনিধি।
মার্কেট নির্মাণে ক্ষমতার অপব্যবহার করা হয়নি, দাবী করে সাবেক এই এমপি বলেন, ব্যবসায়ীদের দাবীর মুখে তিনি মৌখিক সমর্থন দিয়েছিলেন।
আর জেলার এই র্শীষ কর্মকর্তা জানালেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সঠিক তদন্তের মধ্যদিয়ে সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা ভূক্তভোগিদের।